বাড়ির বারান্দা থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
২১ আগস্ট ২০২৪, ২০:০৩
শেয়ার :
বাড়ির বারান্দা থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মোজাম্মেল হক (৫৮) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের ফাঁস নেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোরে নিজ বাড়ির বারান্দায় ওই শিক্ষকের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

নিহত মোজাম্মেল উপজেলার মাছ বাজার সংলগ্ন ঢেকনাপাড়া গ্রামের উত্তর বালিয়াডাঙ্গী এলাকার মজরুদ্দিনের ছেলে। তিনি লাহিড়ী তেগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পারিবার সূত্রে জানা গেছে, মোজাম্মেল হক দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিকস, লাঞ্চ ও লিভার সিরোসিস রোগে ভূগছিলেন। তিনি দীর্ঘ অসুস্থতার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।

পরিবারের সদস্যরা জানান, বালিয়াডাঙ্গী থানা পুলিশ এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়।