হত্যা মামলায় গ্রেপ্তার হলেন সাংবাদিক শাকিল-রুপা
আলোচিত সাংবাদিক দম্পতি একাত্তর টিভির চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপনডেন্ট ফারজানা রুপাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় আজ বুধবার তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।
এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে আটক করে ডিবিতে হস্তান্তর করে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ওবায়দুর রহমান জানান, শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে উত্তরা পূর্ব থানার মামলায় আজ বিকেলে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার