অত্যাচার করবে এমন সরকার জনগণ চায় না: জামায়াতের আমির

চট্টগ্রাম ব্যুরো
২১ আগস্ট ২০২৪, ১৮:১০
শেয়ার :
অত্যাচার করবে এমন সরকার জনগণ চায় না: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, হাজারো ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে যে পরিবর্তনটা এসেছে, সেটা যেন জনগণের কাজে লাগে। জনগণ এমন সরকার চায় না, যারা জনগণকে অত্যাচার করবে।

আজ বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা আহত রোগীদের খোঁজ খবর নেন এবং আর্থিক সহযোগিতা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‌‌গত ৫ তারিখ বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে। এ পরিবর্তনটা খুব সহজে আসে নাই। অনেক জীবন এবং রক্তের বিনিময়ে এসেছে। যারা চলে গেছে, আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করি। আর যারা আহত হয়ে বেঁচে আছেন, আল্লাহ তাদের সুস্থতা দান করুন। তাদের ত্যাগের বিনিময়ে যে পরিবর্তনটা এসেছে, সেটা যেন জনগণের কাজে লাগে।

এ সময় চিকিৎসকদের উদ্দেশ্য করে জামায়াতের আমির বলেন, ‘আমরা সঙ্গত কারনে সবার কাছে যেতে পারিনি। যাদের দেখেছি, তাদের মুখে সন্তুষ্টির হাসি দেখেছি। তারা বলেছেন, এখানকার (চমেক) চিকিৎসার ওপর তারা পুরোপুরি সন্তুষ্ট।’

এর আগে বুধবার পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ আমিরে জামায়াত। এ সময় ডা. শফিকুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আন্দোলনে নিহত শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত ও লোহাগড়ায় নিহত ইশমামুল হকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।