ইন্টারনেট বিভ্রাট নিয়ে নতুন কথা বলল পাকিস্তান
পাকিস্তানে ইন্টারনেট বিভ্রাট নিয়ে নতুন তথ্য দিল দেশটির সরকার। এতদিন ভিপিএনের ওপর দায় দিয়ে আসলেও এবার তাদের দাবি, সমুদ্রপৃষ্ঠের নিচে থাকা সাবমেরিন কেবলের সমস্যার কারণে দেশটিতে ইন্টারনেটের গতি কম। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
অভিযোগ উঠেছে, ভিন্নমতাবলম্বীদের কন্ঠরোধ করতে ইন্টারনেটে বিধিনিষেধ আরোপ করছে পাকিস্তানের সরকার। এ উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট যাতে বৃহৎ জনগোষ্ঠীর কাছে না পৌঁছায়, সেজন্য পরীক্ষামূলকভাবে ফায়ারওয়াল ইনস্টল করেছে। সে কারণেই বড় আকারে ইন্টারনেট সেবা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিঘ্ন দেখা দিয়েছে। এর আগে গত ৮ ফেব্রুয়ারিতে জাতীয় নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সরকার এক্সও ব্লক করে দেয়।
বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে চলতি সপ্তাহের শুরুর দিকে পাকিস্তানে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী সাজা ফাতিমা বলেন, 'পাকিস্তান সরকার ইন্টারনেট ব্লক বা গতি ধীর করেনি। ভিপিএনের কারণে গতি কমে যেতে পারে, তারা সমস্যার সমধানের চেষ্টা করছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তবে এবার পাকিস্তান টেলিকমিউনিকেশন অথোরিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হাফিজ উর রেহমান বলেন, ‘সাবমেরিন কনসোর্টিয়াম আমাদের জানিয়েছেন যে সাবমেরিন কেবলের ত্রুটির কারণে ইন্টারনেটের গতি কম। আগামী ২৭ আগস্টের মধ্যে এই সমস্যার সমধান হয়ে যাবে।’
তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে সাতটি ফাইবার অপটিক কেবল যুক্ত আছে। তার মধ্যে কোনোটায় ত্রুটি রয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ইন্টারনেট বিভ্রাট নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নেতৃত্বাধীন সরকারের কড় সমালোচনা করেছে দেশটির ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েশন, সফটওয়্যার হাউসের জোট এবং আইটি বিশেষজ্ঞরা।