মুগ্ধ ও আবু সাঈদদের নিয়ে গাইলেন শান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মুগ্ধ, আবু সাঈদসহ অন্যদের নিয়ে গান বাঁধলেন কণ্ঠশিল্পী শান। শিরোনাম ‘তোমাদের ভুলবো না’। মিফতাহ করিমের কথা ও সুরে গানটিতে শানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন লতা আচার্য ও মুত্তাক হাসিব।
গেল রবিবার গানটি প্রকাশ হয় মিউজিক আর্ট নামের ইউটিউব চ্যানেলে। আর গানটি শিল্পীরা উৎসর্গ করেছেন আন্দোলনে নিহতদের।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
গানের কথাগুলো এমন- ‘ভুলবো না কথা দিলাম, তোমাদের ভুলবো না/ হে অকুতোভয়, দেশপ্রেমিক, শহীদ-বীর, তোমাদের কখনো আমরা ভুলবো না/ এতো রক্ত স্রোত, বুকের মাঝে রক্ত প্রপাত, ভেসে যায় চোখের নোনা জলে…।’
আরও পড়ুন:
লরির ধাক্কায় পুলিশ সদস্য নিহত
গানটি প্রসঙ্গে শান বলেন, ‘ছাত্রদের আন্দোলন সবার মতো আমাকে নাড়া দিয়েছে। দায়িত্ববোধের জায়গা থেকে গানটি গেয়েছি। ছাত্রদের ত্যাগের এই ইতিহাস ভোলার নয়। তারা জীবন দিয়েছে বলে আজ আমরা নতুন দিগন্ত পেয়েছি।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট