পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে বিটিএস তারকা

বিনোদন ডেস্ক
২১ আগস্ট ২০২৪, ১৫:০৪
শেয়ার :
পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে বিটিএস তারকা

মদ্যপ অবস্থায় স্কুটার চালানোর অভিযোগে বিটিএস তারকা সুগাকে জিজ্ঞাসাবাদ করবে দক্ষিণ কোরিয়ার পুলিশ। গত সোমবার দ্য ন্যাশনাল পুলিশ এজেন্সির নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

৬ আগস্ট হাননামের বাড়ি থেকে বৈদ্যুতিক স্কুটার নিয়ে বেড়িয়েছিলেন ৩১ বছর বয়সী এই তারকা। পরে স্কুটার থেকে পড়ে যান তিনি। পরবর্তীতে সুগার রক্ত পরীক্ষা করে নির্ধারিত মাত্রার চেয়েও বেশি শূন্য দশমিক ২২৭ শতাংশ অ্যালকোহল পাওয়া যায়।

দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে কারো রক্তে শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ কিংবা এর বেশি অ্যালকোহল পাওয়া গেলে ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়। যার ফলেই ইয়ংসন পুলিশ স্টেশনে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে সুগার বিরুদ্ধে মামলা হয়েছে।

এদিকে ন্যাশনাল পুলিশ এজেন্সি জানিয়েছে, একটি তদন্তকারী দল সুগাকে জিজ্ঞাসাবাদের জন্য একটি দিনক্ষণ নির্ধারণের কাজ করছেন। বিষয়টি সপ্তাহখানেকের মধ্যেই চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।