আর জি কর কাণ্ড /
প্রতিবাদ মিছিলে এবার সংগীতশিল্পীরা
কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গজুড়ে চলছে আন্দোলন। অভিনয়শিল্পীদের পর এবার প্রতিবাদ মিছিলে নেমেছেন সংগীতশিল্পীরা।
গান নয়, সব শিল্পীদের কণ্ঠে এবার স্লোগান: ‘সব শিল্পীর এক স্বর, জাস্টিস ফর আরজি কর’ ।
আনন্দবাজার লিখেছে, সোমবার কলকাতার সংগীত শিল্পীরা এই প্রতিবাদ মিছিলের ডাক দেন। তাতে অংশ নেন অঞ্জন দত্ত, দেবজ্যোতি মিশ্র, রূপম ইসলাম, ইমন চক্রবর্তী, অনুপম রায়, লোপামুদ্রা মিত্র, ইন্দ্রদীপ দাশগুপ্ত, মনোময় ভট্টাচার্য, অন্তরা চৌধুরী, পটা, রথীজিৎ ভট্টাচার্য, অন্বেষা দত্তগুপ্তসহ অনেকে।
ন্যায়বিচারের দাবি জানিয়ে প্রতিবাদী পদযাত্রায় শিল্পী দেবজ্যোতি বলেন, "কোনো বিভাজন নয়। ২৪ ঘণ্টা মেয়েদের জন্য। বিভেদনীতি মানছি না। সত্যি ঘটনা সবার সামনে আসুক। মুষ্টিমেয় কিছু মানুষের সামনে নয়। আমরা জানতে চাই, প্রকৃত ঘটনা কী। আর চাই সব স্তরের মেয়েদের নিরাপত্তা। কেউ যেন আর অত্যাচারের শিকার না হন।"
রূপম ইসলাম বলেন, “১৪ অগাস্টের রাত থেকে দেখছি। সব স্তরের মানুষ স্বেচ্ছায় পথে নেমেছেন। এই প্রতিবাদে আমিও শামিল। নির্যাতিতা যেন ন্যায়বিচার পান।”
মিছিলে পা মেলান মীর আফসার আলি, তিনি বলেন, "এখনকার বোনেরা আর অবলা নন। তারা সম্পূর্ণা। ভাইদের হাতে রাখি বেঁধে তাদের নিরাপত্তা চাইতে হবে না। বোনেরা এগিয়ে যাক। ভাইয়েরা পিছনে আছেন।"
কলকাতার নব নালন্দা থেকে শুরু করে গোলপার্ক পর্যন্ত চলে এই শিল্পীদের মিছিল। মিছিল শেষে তাদের কণ্ঠে শোনা যায় ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, ‘পথে এবার নামো সাথী’, ‘আগুনের পরশমণি’ গানগুলো।
এদিকে আরজি কর-কাণ্ডের মামলার প্রথম দিনের শুনানির পর সেই দেশের শীর্ষ আদালত ২২ অগাস্ট পর্যন্ত সময় চেয়েছে। পরবর্তী শুনানিতে ন্যায়বিচারের প্রত্যাশা করছেন তারকারা।
গত ৯ অগাস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ধর্ষণের শিকার হন ৩১ বছর বয়সী ওই শিক্ষানবিশ নারী চিকিৎসক। গত ৮ অগাস্ট থেকে তিনি টানা ৩৬ ঘণ্টার ডিউটিতে ছিলেন, রাতে সহকর্মীদের সঙ্গে খাবার খেয়ে তিনি পালমোনোলজি বিভাগের সেমিনার হলে বিশ্রাম নিতে যান। সেখানে সকালে তার মরদেহ পাওয়া যায়।
ময়নাতদন্তে নিহত চিকিৎসকের শরীরে চরম যৌন নির্যাতনের প্রমাণ মেলে। এরপরই উত্তাল হয়ে ওঠে আরজি কর হাসপাতালসহ পশ্চিমবঙ্গের রাজনীতি।
তখন থেকেই ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও চিকিৎসকদের কর্মবিরতি চলছে। ক্ষোভে-প্রতিবাদে রাস্তায় নেমেছেন সংস্কৃতি অঙ্গনের মানুষেরাও।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট