সেমিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
২১ আগস্ট ২০২৪, ০০:০০
শেয়ার :
সেমিতে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। মঙ্গলবার আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে লংকান যুবাদের ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। বাংলাদেশের হয়ে দুই গোল করেন মিরাজুল ইসলাম ও পিয়াস আহমেদ নোভা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধ। যাদের সাহসিকতা ও বীরত্বের গল্প আজ বাংলাদেশের সর্বত্র উচ্চারিত হচ্ছে। এবার নেপালের মাটিতে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেও আবু সাঈদ ও মুগ্ধকে স্মরণ করলেন বাংলাদেশি ফুটবলাররা। শ্রীলংকার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে গোল করেই সাঈদ-মুগ্ধর নাম সংবলিত একটি টিশার্ট গায়ে চাপিয়ে উদযাপন করতে দেখা যায় মিরাজুল ইসলামকে। গোলের পর উদযাপনের সময় টেন্ট থেকে টিশার্ট দেওয়া হয় গোলদাতাকে। জার্সির ওপর সেটি পরে উদযাপন করেন মিরাজ। টিশার্টে লেখা ছিল- ‘মুগ্ধ এবং আবু সাঈদ এর মরনে মনে রেখ যুদ্ধ করে দেশ পেয়েছি?’ অবশ্য এমন অভিনব উদযাপনের পর এখন শাস্তির শংকা লাল-সবুজ শিবিরে।

‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারিয়েছিল নেপাল। তাই বাংলাদেশের জন্য সমীকরণ ছিল শ্রীলংকাকে হারালেই সেমিফাইনাল। বাংলাদেশ জেতায় পরপর দুই ম্যাচ হেরে বিদায় নেয় শ্রীলংকা। তাতে নেপালের সেমিফাইনালও নিশ্চিত হয়। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশ কখনো শিরোপা জিততে পারেনি। তিনবার রানার্সআপ হয়েছিল। তিনবার ফাইনালে উঠে একবার নেপাল ও দুবার ভারতের কাছে হারে।

এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশ অংশ নিচ্ছে দেশের অভিজ্ঞ কোচ মারুফুল হকের নেতৃত্বে।

আরও পড়ুন:

বিপাকে আলভেস