নাফ নদীতে মিলল নারী-শিশুসহ ৭ রোহিঙ্গার লাশ

অনলাইন ডেস্ক
২১ আগস্ট ২০২৪, ০০:১৭
শেয়ার :
নাফ নদীতে মিলল নারী-শিশুসহ ৭ রোহিঙ্গার লাশ

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার পথে নাফ নদীতে নৌকা ডুবে শিশুসহ ৭ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৮ জন। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফের লেদা ও শাহপরীর দ্বীপে এসব মরদেহ ভেসে আসে।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘নাফ নদীতে রোহিঙ্গাদের মরদেহ ভেসে এসেছে। স্থানীয়দের সহায়তায় পরে মরদেহগুলো আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন দাফন করে।’ 

এনজিওকর্মী মাহবুব আলম মিনার বলেন, ‘আজ সকালে বাংলাদেশে আসার উদ্দেশে নাফনদীতে নৌকা দিয়ে পাড়ি দিয়েছিল কিছু রোহিঙ্গা। পথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। সাতজনের মরদেহ মিলেছে। এখনো নিখোঁজ আটজন। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা ছিলেন।’ 

তিনি আরও বলেন, ‘গত এক সপ্তাহে মায়ানমার থেকে পালিয়ে আসা গুলিবিদ্ধ ও নৌকাডুবিতে নিহত ২৮৬ জনের মরদেহ দাফন করা হয়েছে। সবচেয়ে বেশি ছিল শাহপরীর দ্বীপে।’