৭২ ঘণ্টার মধ্যে পরিচ্ছন্ন ময়মনসিংহ দেখতে পারবেন: উম্মে সালমা
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেছেন, ‘সিটি কর্পোরেশন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কাছে সাধারণ মানুষের অনেক চাওয়া-পাওয়া। যিনিই এই চেয়ারে বসুক, যাতে জনগণের কল্যাণে, জনস্বার্থে কাজ করে, ময়মনসিংহবাসীর জীবনমান উন্নয়নে কাজ করে সেই চেষ্টা করা উচিত।’
আজ মঙ্গলবার ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ, ছাত্র সমন্বয়ক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, মিডিয়া ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও ধর্মীয় ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মতবিনিময় সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়।
উম্মে সালমা তানজিয়া বলেন, ‘রাজশাহী এত সুন্দর, খুলনা এত পরিকল্পিত শহর, আমাদের ময়মনসিংহ কেন পারে না। যানজটে বাংলাদেশে দ্বিতীয় ময়মনসিংহ। আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী ৭২ ঘণ্টার মধ্যে পরিচ্ছন্ন ময়মনসিংহ দেখতে পারবেন আপনারা।পরিচ্ছন্নতাকর্মীর পাশাপাশি জনসাধারণকেও সচেতন হতে হবে। ছাত্ররা পরিবর্তনের নজির স্থাপন করেছে। পরিবর্তনটা শুরু হোক নিজের থেকে।’
সকলের আন্তরিক সহযোগিতায় আমরা একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সিটি কর্পোরেশন গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন উম্মে সালমা তানজিয়া।
মতবিনিময় সভায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি কর্নেল মাহমুদ হাসান বলেন, ‘প্রথমেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা সেনাবাহিনীর নাম উচ্চারণের সাথে সাথে দেশপ্রেমিক ও গর্বিত এই শব্দদ্বয় ব্যবহার করেছেন। সততা ও সদিচ্ছা থাকায় সেনাবাহিনী যেকোনো কাজ করতে পারে। চার্টার অভ ডিউটি এন্ড টাস্ক এর ভিত্তিতে সেনাবাহিনী বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, অসামরিক প্রশাসনকে সহায়তা করে থাকে। সমালোচনা না করে আত্মপর্যালোচনা করি।’
ময়মনসিংহ ধর্মীয় সম্প্রীতির যে উদাহরণ সেট করেছে তা বজায় রাখতে সকলের সহযোগিতা চান কর্নেল মাহমুদ হাসান।
অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা বেগম (জেলা পরিষদ প্রশাসক পদে দায়িত্বপ্রাপ্ত)সহ ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইস লামসহসমাজের সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।