ঋণের চাপ সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

মেলান্দহ জামালপুর সংবাদদাতা
২০ আগস্ট ২০২৪, ১৮:০৭
শেয়ার :
ঋণের চাপ সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

ঋণের চাপ সইতে না পেরে জামালপুরের মেলান্দহে আমজাদ হোসেন (৫৮) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার দুপুর ২টার উপজেলার কুলিয়া ইউনিয়নের টনকি এলাকায় এ ঘটনা ঘটে। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আমজাদ হোসেন ওই এলাকার মৃত আ. রশীদ রুশোর ছেলে। তিনি পেশায় কলা ব্যবসায়ী ছিলেন। তিনি ৫ সন্তানের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আমজাদ অনেক ঋণগ্রস্ত ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে আগের মতো পরিশ্রম করতে পারতেন না। দুই মেয়েকে বিয়ে দেওয়ার সময় কিছু টাকা বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন। সেই ঋণ পরিশোধ করতে না পারায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। পাওনাদাররা তাকে বিভিন্নভাবে চাপ দিতেন। তাছাড়া তিনি দীর্ঘদিন ধরে পেটের পীড়ায় ভুগছিলেন। ব্যাথার কারণে মাঝে মধ্যে চিৎকার চেচামেচি করতেন। ঋণের চাপ আর পেটের ব্যথা সহ্য করতে না পেরে বাড়ির পাশে আম গাছের সঙ্গে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। 

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।