পুলিশের কতটি অস্ত্র উদ্ধার হলো, জানা গেল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ১ হাজার ৯৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন থানা থেকে লুট হওয়া নানা ধরনের ১ হাজার ৯৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া গুলি উদ্ধার করা হয়েছে ২০ হাজার ৭৭৮ রাউন্ড, টিয়ারশেল ১ হাজার ৮২ এবং সাউন্ড গ্রেনেড ৭১টি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের তোড়ে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির দিন গত ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে থানা, ফাঁড়ি ও পুলিশের বিভিন্ন ইউনিটে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?