এবার ‘হারুনের ভাতের হোটেল’ নিয়ে সিনেমা
শেখ হাসিনার সরকার পতনের একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। বিগত সরকারের আমলে আইন বহির্ভূত গুম, খুন, নির্যাতনের মতো অসংখ্য ঘটনা ঘটেছে। যা নিয়ে দেশ জুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এরমধ্যে একটি ঘটনা হলো- সাবেক ডিবি কর্মকর্তা হারুন-অর-রশিদের ভাত খাওয়ানোর।
কার্যালয়ে আসা অতিথি বা আটকৃতদের খাওয়ানোর সেসব স্থিরচিত্র ও ভিডিও তিনি ফেসবুকে প্রচার করতেন। বিষয়টি নিয়ে হাইকোর্টও অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই আবার তার এই গোয়েন্দা কার্যালয়কে হারুনের ভাতের হোটেলও বলতেন। এবার এই বিষয়টি নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন অভিনয়শিল্পী জাদু আজাদ।
সিনেমার নাম ‘হারুনের ভাতের হোটেল’। গতকাল সোমবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে নিবন্ধন করেন এটি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সেখানে দেখা যায়, এতে পরিচালক হিসেবে আছে জাদু আজাদের নাম। সিনেমাটি নিয়ে নির্মাতার প্রত্যাশা জানতে চাইলে বলেন, ‘সিনেমা বানানোতে আমরা কোনোরকম আপস করব না। ছবিটা সেই হবে কিন্তু।’
কারা এতে অভিনয় করবেন তা এখন চূড়ান্ত করেনি বলে জানালেন জাদু। তার ভাষ্য, ‘এখনও সেগুলো ভাবিনি। তবে বেশ কিছু চমক থাকবে এতে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
চলচ্চিত্র পরিচালক সমিতির শিডিউল খাতা থেকে জানা গেছে, গেল ১০ দিনে ৬টির মতো সিনেমার নাম নিবন্ধিত হয়েছে। এগুলো হলো- বদিউল আলম ‘ভয়ংকর আয়নাঘর’, জয় সরকার ‘আয়নাঘর‘, বেলাল সানি ‘পরিবর্তন’, জানেসার উসমান ‘অন্ধকারের আয়নাঘর’।