আদালতে দীপু মনি ও জয়

আদালত প্রতিবেদক
২০ আগস্ট ২০২৪, ১৫:৪৭
শেয়ার :
আদালতে দীপু মনি ও জয়

হত্যা মামলায় সাবেক পররাষ্ট্র, শিক্ষা, ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে আদালতে আনা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে আনা হয়। পরে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। 

গতকাল সোমবার রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে ডা. দীপু মনিকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। পরে তাকে মোহাম্মদপুরে হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

২০০৮ সালে গত ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে দীপু মনিকে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন। চাঁদপুরে তার ও তার আত্মীয়-স্বজনের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য অভিযোগ রয়েছে।