১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হচ্ছে দীপু মনিকে
সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে আদালতে তোলা হতে পারে আজ মঙ্গলবার। এদিন হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করবে পুলিশ।
এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাকে নেওয়া হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা ও চাঁদপুরে নাশকতার মামলা আছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর- হাইমচর) সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়ে গত ১১ জানুয়ারি দীপু মনি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন। তাকে দেওয়া হয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
দীপু মনি প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি (২০১৪-২০১৮), মানবাধিকার বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।