বামবা’র আয়োজনে আসছে ‘মুক্তি কনসার্ট’

বিনোদন ডেস্ক
২০ আগস্ট ২০২৪, ০৮:৫৯
শেয়ার :
বামবা’র আয়োজনে আসছে ‘মুক্তি কনসার্ট’

ব্যান্ড সঙ্গীতের সংগঠন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (বামবা)। কয়েক বছর বিরতির পর এবার কনসার্টের আয়োজন করতে যাচ্ছে বামবা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে শিক্ষার্থীদের সমর্থনে রাস্তায় দাঁড়িয়েছিল ব্যান্ডের এ সংগঠনটি। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এই কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘মুক্তি কনসার্ট’। ৩১ আগস্ট কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গতকাল সোমবার বিকেলে ‘বাংলাদেশি ব্যান্ড মিউজিক ফ্যানস কমিউনিটি’ নামে সংগঠনটির ফেসবুক ফ্যান পেইজে এ খবর প্রকাশ করা হয়। তবে ভেন্যু কোথায় ও কোন কোন দল অংশগ্রহন করবে, সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।

বামবার সহসভাপতি শেখ মনিরুল আলম টিপু খবরটি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘আমরা ৩১ আগস্ট বামবার কনসার্ট আয়োজন করার পরিকল্পনা করেছি। এ ব্যাপারে দুপুরে একটি মিটিং হয়েছে। এখন আরেকটি মিটিং চলছে, সংগঠনের সবাই আমরা মিটিংয়ে আছি। পরে বিস্তারিত জানানো হবে।’

এদিকে বামবার ফেসবুক ফ্যান পেইজে মন্তব্যের ঘরে শ্রোতাদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্যের ঘরে কেউ এ কনসার্টের জন্য শুভকামনা জানিয়েছেন। এর পাশপাশি সারা দেশের আন্দোলনকারী ছাত্রদের জন্য সব বিভাগীয় শহরে এর আয়োজন করার কথাও বলেছেন কয়েকজন।

আবার কেউ লিখেছেন, আন্দোলনে অংশগ্রহণকারী অনেকেই এখন হাসপাতালে চিকিৎসাধীন। এ কারণে কনসার্টটি এখনই না করার অনুরোধ করছি।