সুনামগঞ্জের একটি গ্রামে ‘গান-বাজনা নিষিদ্ধ’, যা জানা গেল
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি গ্রামে বিয়ে-জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। নিষিদ্ধ করা হয়েছে সাউন্ড বক্সে গান বাজনা বাজানো। সাউন্ড বক্সে উচ্চ শব্দ উৎপন্ন করে শব্দ দূষণ করা আইনীভাবেও নিষিদ্ধ।
জানা গেছে, গত শনিবার রাতে উপজেলা সদরের চিকসা গ্রামের মানুষ মাতব্বরদের নিয়ে এ নিয়ম চালু করেন। পরবর্তীকালে এ বিষয়টি গান বাজনা নিষিদ্ধ বলে প্রচার হতে থাকে।
বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সাউন্ড বক্স দিয়ে উচ্চ শব্দে গানবাজনা করার কারণে রোগী, বৃদ্ধ ও শিশুদের শারীরিক সমস্যা হয়। সারারাত ধরে গান বাজানোর কারণে ঘুমাতে পারেন না প্রতিবেশীরা। তাই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ ক্ষেত্রেও হিন্দু বা অন্য ধর্মালম্বীদের উন্মুক্ত রাখা হয়েছে জানিয়েছেন জনপ্রতিনিধিরা।
চিকসা গ্রামের মেম্বার শফিকুল হক বলেন, ‘বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজিয়ে যে পরিবেশের সৃষ্টি করা হয় তা অগ্রহণযোগ্য। এতে আশপাশের মানুষ ক্ষতিগ্রস্ত হন। তাই সাউন্ড বক্সে গান বাজানো নিষিদ্ধ করা হয়েছে। যারা এটাকে অন্যভাবে উপস্থাপন করছেন তারা না বুঝে করছেন। আমাদের গ্রামে শুধুমাত্র সাউন্ড বক্সে গান বাজানো নিষিদ্ধ করা হয়েছে। তাও শুধু মুসলমান ধর্মের মানুষের অনুষ্ঠানে। হিন্দু বা অন্যান্য যারা আছে তারা তাদের ইচ্ছে অনুযায়ী যা খুশী তা করতে পারবেন। এই নিষেধাজ্ঞা তাদের জন্য না।’
একই কথা বলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী। তিনি বলেন, ‘মুসলমান বিয়ে- জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে বড় বড় সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজনা করা হয়। এতে যারা রোগী, বয়স্ক কিংবা শিশুরা আছে তারা ক্ষতিগ্রস্ত হয়। গ্রামের সর্বসাধারণের দাবি ছিল এটা। তাই ওই গ্রামের সবাই মিলে বড় বড় সাউন্ড বক্স নিষিদ্ধ করেছে। তবে হিন্দুদের রীতি নীতিতে গান বাজনা চলে আসতেছে তাই তারা গান বাজনা করবে এটাই স্বাভাবিক। তাদের জন্য কোনো বিধি নিষেধ নেই।’