দেশে ফিরেছেন ফালু, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ
সাড়ে ৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপি নেতা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী ফালু। গতকাল রবিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকায় পৌঁছান বিএনপির এই নেতা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমি শুনেছি তিনি দেশে এসেছেন।’
সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় তিনি শাহজালাল বিমানবন্দর অবতরণ করেন। এ সময় তার বড় ভাই নুরুদ্দিন আহমেদসহ পরিবারের সদস্যরা তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। ঢাকায় এসে সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন ফালু।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জানা গেছে, আজ সোমবার সকাল থেকেই তার ব্যক্তিগত অফিসে অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের আমলে ফালুর বিরুদ্ধে বেশ কয়েকটি হয়রানিমূলক মামলা করা হয়। এক পর্যায়ে বিদেশ চলে যান বিএনপির এই নেতা। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফিরলেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?