নারীর সঙ্গে হওয়া নির্যাতনেও রাজনৈতিক ফায়দা লোটা হয়: অনুপম

অনলাইন ডেস্ক
১৯ আগস্ট ২০২৪, ১৬:৩৭
শেয়ার :
নারীর সঙ্গে হওয়া নির্যাতনেও রাজনৈতিক ফায়দা লোটা হয়: অনুপম

নারীর সঙ্গে হওয়া নির্যাতনেও রাজনৈতিক ফায়দা লোটা হয় বলে মনে করেন টলিউডের জনপ্রিয় গীতিকার, সুরকার, গায়ক অনুপম রায়ের। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানান তিনি।

অনুপম রায় বলেন, ‘আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের মর্মান্তিক চলে যাওয়ার ১০ দিন হতে চলল। প্রচুর বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, কিন্তু বিচার আদৌ পাওয়া যাবে কি?’

তিনি বলেন, ‘নীরব মোদি (ভারতের এক বিতর্কিত ব্যবসায়ী) দোষী সবাই জানেন। তারপরেও তিনি বিদেশে বহাল তবিয়তে রয়েছেন। তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না। এমনকি, দেশেও ফেরত আনা যাচ্ছে না তাকে!’

অনুপম বলেন, ‘আজকে নারীর সঙ্গে হওয়া নির্যাতনও কিন্তু রাজনৈতিক ফয়দা লোটার জন্য ব্যবহার করা হয়।’

বিচার নিয়ে সংশয় কেন?- এমন প্রশ্নের জবাবে উদাহরণ দিয়ে জনপ্রিয় এ সংগীতশিল্পী বলেন, ‘প্রজ্বল রেভান্নাকে দেখুন। কর্নাটকে তার বিরুদ্ধে নাকি নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। সবাই এ বিষয়ে ওয়াকিবহাল থাকলেও তিনি নির্বাচনে যে-ই দাঁড়ালেন, তখনই সে সব অন্যায় প্রকাশ্যে এল! এত বছর গেল, সে সব হেনস্থার কথা বাইরে এল না কেন? যখনই প্রজ্বল নির্বাচনে দাঁড়ালেন তখনই তার অন্যায়ের খবর বাইরে এল?’

এর থেকে অনুপম উপলব্ধি করতে পারছেন, বিরোধীপক্ষ হয়তো আগে থেকেই জানত। তারা সারা বছর খবরটি লুকিয়ে রেখে নির্বাচনের সময়ে ছড়িয়ে দিল, যাতে প্রজ্বল নির্বাচনেই দাঁড়াতে না পারেন। পরে তার আসনটি বিরোধী পক্ষ কব্জা করেছিল।

অনুপম বলেন, এ রকম হাজারো অভিযোগ সবার ঝুলিতে। যার কোনো নির্দিষ্ট জবাব নেই। তিনি এটি-ও মানেন, রাজনীতি সমাজ বদলাতে পারবে না, কিন্তু বিচার ব্যবস্থা সঠিক এবং কড়া হলে এই ধরনের অন্যায় করার আগে অপরাধী দুই বার ভাববে।