কেন বলিউডের কোনো অনুষ্ঠানে যান না কঙ্গনা

বিনোদন ডেস্ক
১৯ আগস্ট ২০২৪, ১২:৫৮
শেয়ার :
কেন বলিউডের কোনো অনুষ্ঠানে যান না কঙ্গনা

বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য ও বক্তব্য প্রাদানের কারণে কঙ্গনা রানাউতকে আলোচনা-সমালোচনার রানি বলা হয়।

এরই মধ্যে ইন্ডাস্ট্রির তারকাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বলিউউ অভিনেতাদের ‘বোকা-মূর্খ’ বলে কটাক্ষ করেছেন কঙ্গনা।

কিছুদিন আগে এক পডকাস্টে কঙ্গনা জানান, এত বছর ধরে বলিউডের সঙ্গে যুক্ত থাকলেও একজন স্বাভাবিক মানুষের সঙ্গেও সাক্ষাৎ হয়নি তার। কঙ্গনা আরও জানান, আমি ঠিক বলিউডের সঙ্গে মানানসই নই। বলিউডের লোকজনের সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারে না, এ ব্যাপারে আমি নিশ্চিত। ওরা শুধু নিজেদের নিয়ে ভাবে। সবাই বোকা ও মূর্খ।

সিনেমার শুটিং প্রসঙ্গ টেনে কঙ্গনা বলেন, ‘শুটিং না চললে এরা সকালে উঠে শরীরচর্চা করে, দুপুরে ঘুমায়, ঘুম থেকে উঠে টেলিভিশনে কিছু দেখে, আবার রাতে ঘুমিয়ে পড়ে। এইটুকুই! এরা ফড়িঙের মতো। এদের মাথা একেবারেই ফাঁপা। এই ধরনের মানুষের সঙ্গে তুমি কীভাবে বন্ধুত্ব করবে। ওরা জানেই না, কোথায় কী ঘটছে। বলিউডে একটা ভদ্র মানুষ খুঁজে পেলে আমি সত্যিই আশ্চর্য হতাম।’

কঙ্গনার রানাউত দাবি করেন, বলিউডের অভিনেত্রীরা একত্রিত হলে, নিজেদের মধ্যে শুধুই সাজগোজ, দামি পোশাক নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে পরচর্চা করতে ভুল করে না। আর একারণেই বলিউডের পার্টি বা অন্য অনুষ্ঠান এড়িয়ে চলেন এ আলোচিত সংসদ সদস্য ও অভিনেত্রী।

বর্তমানে কঙ্গনা সিনেমা ‘ইমার্জেন্সি’র প্রচারে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি তিনিই নির্মাণ করেছেন। এতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে তাকে। আসছে ৬ সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।