মদনে আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৪, ১১:৫৪
শেয়ার :
মদনে আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নেত্রকোনার মদনে আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার রাতে মদন ইউনিয়নের উচিতপুর গ্রামের বাসিন্দা সাজু মিয়া বাদী হয়ে মদন থানায় মামলাটি করেন। মামলায় মদন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফকে প্রধান আসামি করা হয়েছে।

মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ইফতেখারুল আলম খান চৌধুরী আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. কদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, সেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন বাঙালী, উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক সোহাগ মিয়া, কাইটাইল ইউপি চেয়ারম্যান সাফায়ত উল্লাহ রয়েলসহ ৪৪ জনের নাম উল্লেখ রয়েছে। অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয় লোকজন ও মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীরা মদন সরকারি কলেজের ছাত্রাবাসের সামনে অবস্থান নেয়। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের ওপর হামলা করে। এ সময় ৫-৭ জন আন্দোলনকারী আহত হন। এই ঘটনায় শনিবার রাতে মদন থানায় মামলা হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার জানান, মদন থানায় ৪৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।