ফের বিপাকে রিয়া

বিনোদন সময় ডেস্ক
১৯ আগস্ট ২০২৪, ০০:০০
শেয়ার :
ফের বিপাকে রিয়া

বিতর্ক যেন তার পিছু ছাড়তেই চায় না। পেশায় অভিনেত্রী হলেও মানুষ তাকে বেশি চেনেন বিতর্কের কারণেই। ২০২০ সালের জুন মাসে ম্ম্বুাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের মরদেহ। সে সময় অভিনেতার সঙ্গে সম্পর্কে ছিলেন রিয়া চক্রবর্তী। এর পর থেকেই বাঙালি এই অভিনেত্রীকে নিয়ে শুরু হয় বিতর্ক। সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর মামলায় টানাটানি শুরু হয় তাকে নিয়ে। মাদককাণ্ডে যোগ থাকার অভিযোগে কারাদণ্ড ভোগ করেন তিনি। সব পেছনে ফেলে আপাতত স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় মত্ত রিয়া। কিন্তু তার কথাবার্তা, কাজকর্মের কারণে ইদানীং তিনি উঠে আসছেন সংবাদের শিরোনামে। সম্প্রতি একটি পডকাস্ট চ্যানেল খুলে সুস্মিতা সেনের সাক্ষাৎকার নিয়েছিলেন রিয়া। সেখানে নিজেকেই ‘সুযোগসন্ধানী’ বলে অভিহিত করেছিলেন। আসলে এই উক্তির মধ্যে ছিল অভিমান। সুশান্তের মৃত্যুর পর তাকে অনেক অভিযোগের তীর হজম করতে হয়েছে।

এবার ফের তার ভুল ধরলেন নেটিজেনরা। শোনা যাচ্ছে, এই মুহূর্তে তিনি সম্পর্কে রয়েছেন নিখিল কামাথের সঙ্গে। এক সংবাদ সংস্থা সমাজমাধ্যমে দুজনের একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের রাস্তায় নিখিলের মোটরবাইকের পেছনে বসে যাচ্ছেন রিয়া। পরনে ডেনিম জ্যাকেট, মুখে মাস্ক। কিন্তু মাথায় নেই হেলমেট। বাইক চালকের মাথায় অবশ্য হেলমেট ছিল। এর পরই অনেকে বলতে শুরু করেন, ‘রিয়ার জন্য কি আলাদা আইন?’ একজন মন্তব্য করেন, ‘বাইক চড়ার সময় কি আর হেলমেট পরার প্রয়োজন হচ্ছে না?’ এ প্রসঙ্গে রিয়া অবশ্য

এখনো কিছুই বলেননি।