শিক্ষার্থীদের তোপের মুখে মহিলা ভাইস চেয়ারম্যানের পদত্যাগ
পাবনা জেলার ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি। আজ রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে তিনি পদত্যাগ করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও ঈশ্বরদী থানা পুলিশের সদস্যসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে শিক্ষার্থীরা দিনব্যাপী উপজেলা চত্বরে অবস্থান নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলির পদত্যাগ দাবি করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শিক্ষার্থীদের দাবির মুখে লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পদত্যাগ করেন।
লিখিত পদত্যাগ পত্রে আতিয়া ফেরদৌস কাকলি লেখেন, ‘আমি আতিয়া ফেরদৌস কাকলি ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে অদ্য ১৮ আগস্ট বেলা ৩টা ৩০ মিনিটে ব্যক্তিগত কারণে পদত্যাগ করলাম।’
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী তাসনিম মাহবুব প্রাপ্তি, রাউফুল ইসলাম অন্তর, ফজলে রাব্বি সিয়াম, ইব্রাহিম রহমান, আসিফুল ইসলাম জারিফ, আসাদুজ্জামান রকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।