বিএনপির দুঃসময়ে যারা ছিল, সুসময়ে তারাই থাকবে: আফরোজা আব্বাস
কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বিএনপির দুঃসময়ে যারা দলের পাশে ছিল সুসময়ে তারাই থাকবে। কোনো সুবিধাভুগীদের ঠাঁই বিএনপিতে হবে না। যারা দুঃসময়ে মাঠে ছিল, দলকে ছেড়ে যায়নি, বিএনপি তাদেরকে নিয়েই রাজনীতি করবে। যারা দল থেকে বহিস্কৃত ও দলে নতুন করে অনুপ্রবেশ করতে চায় তাদেরকে দলে স্থান দেওয়া হবে না। এ ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে।
আজ রবিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌর এলাকার দুলালপুর গ্রামে সোনারগাঁও থানা মহিলা দলের সভাপতি আহত সালমা আক্তারকে দেখতে এসে আফরোজা আব্বাস এসব কথা বলেন।
গত ২৮ অক্টোবর ২০২৩ তারিখে বিএনপির ডাকা কর্মসূচিতে অংশ নিতে গিয়ে রাজধানী ঢাকার পল্টনে পুলিশের ধাওয়ায় সালমা আক্তার আহত হন।
আফরোজা আব্বাস আরও বলেন, স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের খোঁজ খবর নিচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তাদের চিকিৎসার জন্যও পাশে আছে। হোক তারা ছাত্র কিংবা বিএনপির নেতাকর্মী। আমিও বিএনপির চেয়ারপার্সনের নির্দেশে কাজ করে যাচ্ছি।
তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, স্বৈরাচার সরকারের পতনের পর দেশের বিভিন্নস্থানে হামলা, লুটপাট ও দখলের যেসব ঘটনা ঘটছে সেসব ঘটনার সাথে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। যারা দেশের ভালো চায় না, যারা দলের ভালো চায় না, তারাই এসব কাজ করছে। তারা দলকে ক্ষতি করছে। তাদের ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে। প্রতি এলাকাতে আপনারা সাবধান থাকবেন, তারা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, জেলা মহিলা দলের সহসভাপতি জিসান সুরাইয়া, সহসভাপতি রুমি আক্তার, সাংগঠনিক সম্পাদক শেফালী রানী দাস, রূপগঞ্জ থানা মহিলা দলের সহসভাপতি জাহানারা বেগম, সাধারণ সম্পাদক রোমানা আফরিন, কাঞ্চন পৌরসভা মহিলা দলের সভাপতি আসমা আলম, ভুলতা ইউনিয়ন মহিলা দলের সভাপতি জরিনা আক্তার, গোলাকান্দাইল ইউনিয়ন মহিলা দলের সহসভাপতি আমেনা আক্তার, চনপাড়া ইউনিয়ন মহিলা দলের সহসভাপতি বিউটি আক্তার, সহসাধারণ সম্পাদক মাহমুদা আক্তার, কাঞ্চন পৌর সভার ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি তানিয়া আক্তার, মহিলা দল সদস্য আয়শা রুকসাত, রাহেলা বেগম, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওলানা হাফেজ মিজানুর রহমান প্রমুখ।