শ্রীলেখার তোপের মুখে ঋতুপর্ণা-রচনা

বিনোদন ডেস্ক
১৮ আগস্ট ২০২৪, ১৯:৫৬
শেয়ার :
শ্রীলেখার তোপের মুখে ঋতুপর্ণা-রচনা

আরজি কর ধর্ষণ কাণ্ডে চলমান আন্দোলনে অংশ নেওয়ার ব্যাপারে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের তোপের মুখে পড়লেন অন্য দুই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও রচনা ব্যানার্জি। এ দুজনের নাম নিয়ে মূলত আন্দোলনে তাদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুললেন শ্রীলেখা।

গতকাল শনিবার ফেসবুক লাইভে এসে শ্রীলেখা মিত্র বলেন, ‘আমি লজ্জিত ইন্ডাস্ট্রির লোকজনের নাটক দেখে। যারা এই ঘটনাকে অরাজনৈতিক বলছেন নিজেদের পিঠ বাঁচিয়ে চলার তাগিদে, ওপরতলার মানুষকে না চটিয়ে। আর যারা শঙ্খ বাজিয়ে বা কেঁদে ভিডিও করছেন, তারা খুব অন্যায় করছেন। এগুলো নির্যাতিত ও তার বাবা-মায়ের প্রতি অশ্রদ্ধা এবং পুরো আন্দোলনের প্রতি অশ্রদ্ধা। এর কড়া নিন্দা হওয়া উচিত।’

১৪ অগস্ট মধ্যরাতের ‘মেয়েরা, রাত দখল করো’ কর্মসূচিতে সংহতি জানাতে সিঙ্গাপুর থেকে শাঁখ বাজিয়ে একটি ভিডিও শেয়ার করেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তারপর থেকেই তিনি ট্রোলের শিকার হন। পরে সেই ভিডিও সরিয়ে দিয়েছেন তিনি।  

অন্যদিকে, ভিডিওবার্তা দেন তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত সংসদ সদস্য ও অভিনেত্রী রচনা ব্যানার্জি। ভিডিওতে তাকে কাঁদতে দেখা যায়।

শ্রীলেখা বলেন, ‘এটা (আন্দোলন) নিয়ে দয়া করে নাটক করবেন না। ঘরের এক কোণে বসে ভাবুন। ক্ষমতা ও অর্থই সব কিছু নয়। নিজের কাছে সৎ থাকুন। নিজের আত্মাকে বিকিয়ে দেবেন না।’