আত্মগোপনে জনপ্রতিনিধিরা, দুর্ভোগে সেবাগ্রহীতারা

রাজবাড়ী প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৪, ১৮:৩২
শেয়ার :
আত্মগোপনে জনপ্রতিনিধিরা, দুর্ভোগে সেবাগ্রহীতারা

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর স্থবির হয়ে পড়েছে রাজবাড়ী জেলা পরিষদ, জেলার ৫টি উপজেলা পরিষদ, ৪২টি ইউনিয়ন পরিষদ, ৩টি পৌরসভার সেবা কার্যক্রম। আওয়ামী লীগপন্থী কাউন্সিলর, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের বেশির ভাগই এখন আত্মগোপনে। অনেকের মোবাইল ফোনও বন্ধ। ফলে উন্নয়নমূলক কাজ, ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধন ও মৃত্যুসনদ প্রদান কার্যক্রম অনেকটা বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা।

গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরপর থেকে রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি), জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা আত্মগোপনে গেছেন। তবে পরিষদগুলোতে বিএনপিপন্থী জনপ্রতিনিধিরা নিয়মিত সেবা দিচ্ছেন। 

গত ১৪ আগস্ট স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে যেসব উপজেলা পরিষদ চেয়ারম্যানরা অনুপস্থিত সেসব জায়গায় কার্যক্রম সচল রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হয়। 

জানা গেছে, পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা দীর্ঘদিন সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের নিয়ন্ত্রণাধীন। তার একচ্ছত্র আধিপত্যের কারণে বেশির ভাগ ইউপি ও উপজেলা পরিষদে তার অনুসারী চেয়ারম্যান। জিল্লুল হাকিম আত্মগোপনে যাওয়ার পর তার অনুসারীরাও আত্মগোপনে চলে যান। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল মোরশেদ রিংকু ও মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা পারভীন অফিসে রয়েছেন। কালুখালী উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার টুকটুকিও পরিষদে উপস্থিত রয়েছেন। গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল অফিস না করলেও প্যানেল মেয়রসহ অন্যান্য কাউন্সিলর অফিস করছেন।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, অনুউপস্থিত ইউপি চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করা হচ্ছে। অনুউপস্থিতির কারণে যেন সেবাগ্রহীতাদের দুর্ভোগ পোহাতে না হয়, সে বিষয়ে সচিবদের নিয়মিত ইউনিয়ন পরিষদে থাকতে বলা হয়েছে।