আফ্রিকায় খরার কবলে ৭ কোটি মানুষ
আফ্রিকার দক্ষিণাঞ্চলে প্রায় ৭ কোটি মানুষ খরার কবলে পড়েছে। এল নিনোর প্রভাবে সেখানে কোনো ফসল জন্মাচ্ছে না। গতকাল শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি (এসএডিসি)।
১৬টি আফ্রিকান দেশের প্রধান শনিবার জিম্বাবুয়ের রাজধানী হারারেতে বৈঠকে বসেছিল। সেখানে তারা খরা পরিস্থিতি ও খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বলেন।
চলতি বছর শুরুর দিকে খরা দেখা দেয়। এতে ক্ষতিগ্রস্ত হয় ফসল ও গবাদিপশু উৎপাদন। দেশজুড়ে দেখা দেয় খাদ্যসংকট। প্রভাব পড়ে বৃহত্তর অর্থনীতিতেও।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এসএডিসির নির্বাহী সচিব ইলিয়াস মাগোসি বলেন, এই অঞ্চলের ১৭ শতাংশ মানুষ খরার কবলে, সংখ্যায় যা ৬ কোটি ৮০ লাখ। তিনি বলেন, ‘এ বছরে বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি হয়নি। যার প্রভাব পড়েছে আবহাওয়ায়।
জাতিসংঘ বলেছে, আফ্রিকার দক্ষিণাঞ্চল বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক ফেব্রুয়ারি দেখেছে এবার। ওই অঞ্চল এবার স্বাভাবিক বৃষ্টিপাতের মাত্র ২০ শতাংশ পেয়েছে। তাপমাত্রাও গড়ের চেয়ে কয়েক ডিগ্রি বেশি ছিল।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
খরার কারণে দক্ষিণ আফ্রিকার দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জিম্বাবুয়ে, মালাউই ও জাম্বিয়া।