ফেরদৌসের অবস্থান নিয়ে মুখ খুললেন ঋতুপর্ণা
ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে গেল ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এরপরই ভেঙে দেওয়া হয় সংসদ। আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ দলটির মন্ত্রী-এমপিসহ নেতাকর্মীরা। তাদের মধ্যে একজন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না এই অভিনেতার। গুঞ্জর রটেছে- বন্ধু ঋতুপর্ণার কলকাতার বাড়িতেই আশ্রয় নিয়েছেন ফেরদৌস। খবরটি সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছেন ঋতুপর্ণা। বর্তমানে সিঙ্গাপুরে আছেন এই নায়িকা।
সেখান থেকেই ওপার বাংলার এই অভিনেত্রী একটি গণমাধ্যমকে বলেন, ‘ফেরদৌস আমার বাড়িতে আশ্রয় নিয়েছেন, এই খবরটা আমার কানেও এসেছে। সামাজিকমাধ্যমে আমাদের দুজনের এমন একটা ছবি দিয়ে খবরটা প্রচার করা হচ্ছে। ওই ছবিটা কিছুদিন আগে একটা শোতে তোলা। ফেরদৌস তো আমার সবচেয়ে ভালো বন্ধু, এটা তো সবাই জানেন।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি আরও বলেন, ‘শেষবারও যখন ঢাকায় গেলাম, ওর বাসায় গিয়েছি। সেও কলকাতায় এলে আমার বাসায় আসে। আমাদের নিয়মিত যাতায়াত আছে। কিন্তু সত্যি কথা বলতে, এই ঘটনার পর তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি।’
ঋতুপর্ণার কথায়, ‘হঠাৎ শুনি, ফেরদৌস আমার ভারতের বাড়িতে আশ্রয় নিয়েছে, এটা কেমন প্রোপাগান্ডা! এসব প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছে, তাদের মুখ তো আর বন্ধ করা যাবে না। আমি বলতে চাই, বাংলাদেশের সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক। ফেরদৌস আমার একজন ভালো বন্ধু কিন্তু এ কথাটা তো একদমই এমন নয় যে, সে দেশ ছেড়ে বেরিয়ে আমার বাড়িতে গেছে!’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সবশেষে অভিনেত্রী বলেন, ‘আমি জানিও না ফেরদৌস এখন কোথায়, কী অবস্থায় আছে। শুধু এটুকুই চাই, ও যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, সাবধানে যেন থাকে। কারণ, মানুষ হিসেবে ফেরদৌস খুব ভালো। নির্বাচনের সময়ও আমাকে বলেছিল, আমি ভালো কাজ করতে চাই। মানুষের মঙ্গলের জন্য কাজ করতে চাই। সে জন্যই নির্বাচন করতে এসেছিল। যাই হোক, ওর দেশে এখন অন্য রকম একটা পরিস্থিতি হয়েছে। আমি ভাবতে চাই, ফেরদৌস যেখানেই থাকুক নিরাপদে এবং ভালোভাবে আছে। আর বাংলাদেশে শান্তি ফিরে আসুক, সেই কামনাই করি।’
উল্লেখ্য, ১৯৯৮ সালে কলকাতায় ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন ফেরদৌস। এতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান তিনি। এরপর থেকেই কলকাতার সিনেমায় নিয়মিত কাজ করেছেন বাংলাদেশের এই অভিনেতা। ২০০১ সালে ‘ওস্তাদ’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধেন ঋতুপর্ণা-ফেরদৌস। কাজের সুবাদেই দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’