পাকিস্তানজুড়ে ভারি বৃষ্টি, ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২৪, ১৩:৫৭
শেয়ার :
পাকিস্তানজুড়ে ভারি বৃষ্টি, ৮ জনের মৃত্যু

পাকিস্তানে বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার রাত থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়। রজনপুর, দেরা ঘাজি খানসহ বেশ কিছু শহরে বৃষ্টি দেখা যায়।

বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি ও ফলস। ভেসে গেছে অনেক রাস্তা ও সেতু। বেলুচিস্তানে অন্তত ১০ জন আহত হয়েছেন।

চমনে বন্যায় রেলওয়ে ট্র্যাক ভেসে গেছে। নশকিতে বন্ধ হয়ে গেছে পাকিস্তান ও ইরানের রেল সংযোগ। দেশটির আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টা এই বৃষ্টি থাকতে পারে।