মমতাকে কটাক্ষ ঋত্বিকের

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২৪, ১৩:০৩
শেয়ার :
মমতাকে কটাক্ষ ঋত্বিকের

পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ- খুনের ঘটনার উত্তাল হয়ে আছে পুরো ভারত। রাজ্যের জেলায় জেলায় হাসপাতালে চলছে বিক্ষোভ। তাদের কর্মবিরতির সঙ্গে গর্জে উঠেছে দেশবাসী। এবার তাদের হয়ে কথা বলেছেন টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

দোষীদের শাস্তির দাবিতে মিছিল চলছে কলকাতার বিভিন্ন রাস্তায়। ১৪ আগস্ট কলকাতাসহ বিভিন্ন জেলায় রাত দখলে পথে নামেন লাভ লাখ মানুষ। 'মেয়েরা রাত দখল করো' আন্দোলনে তিলোত্তমার রাজপথে কানায় কানায় ভর্তি ছিল।  এরপর শুক্রবার পথে নেমেছিলেন রাজ্যের মুখ্যপমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই মিছিলে ছিলেন তৃণমূলের নারী নেত্রী- সাংসদ- বিধায়ক এবং রাজ্যের প্রথম সারির নেতারা। এই মিছিল এবং মঞ্চের বক্তব্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে। ভাইরাল হয়েছে মমতার নানা বক্তব্য।

তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করেন ঋত্বিক চক্রবর্তী। ফেসবুকে অভিনেতা লেখেন, ‘রোজ সকালে বেশ কয়েকটা খবরের কাগজ পড়ি। গতকাল পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ হাস্যকর মিছিলের খবরটা যারা ছবি-টবি দিয়ে আজ প্রথম পাতায় হেডলাইন করার সিদ্ধান্ত নিল, ওই কাগজ গুলো আগামীকাল থেকে আর ছুঁয়ে দেখব না।’