মানবতাবিরোধী অপরাধে আটক-সাজাপ্রাপ্তদের মুক্তির দাবি স্বজনদের

অনলাইন ডেস্ক
১৮ আগস্ট ২০২৪, ১২:০৯
শেয়ার :
মানবতাবিরোধী অপরাধে আটক-সাজাপ্রাপ্তদের মুক্তির দাবি স্বজনদের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা থেকে মুক্তি চেয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন।

আজ রবিবার সকাল সাড়ে ৯টায় ট্রাইব্যুনালের সামনে এ মানববন্ধন শুরু হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ তিন শতাধিক মানুষ অংশ নেন।

তাদের অভিযোগ, স্থানীয় রাজনীতিসহ নানা দ্বন্দ্বের বলি তাদের স্বজনরা। টাকার বিনিময়ে এবং চাকরির প্রলোভন দেখিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে নিরপরাধ ব্যক্তিদের সাজা দেওয়া হয়েছে বলে দাবি তাদের।

মানববন্ধনে বক্তারা বলেন, শেখ হাসিনা তার স্বৈরশাসনকে দীর্ঘায়িত করতে বিরোধী দলের নেতাদের ফাঁসি দিয়ে ক্ষমতা অব্যাহত রাখতে নিরীহ মানুষকে এই ট্রাইব্যুনালের কাঁচামাল বানিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নিরপরাধ ব্যক্তিদের মিথ্যা মামলা দিয়ে বন্দি রাখা হয়েছে।

তারা আরও জানান, মুক্তিযুদ্ধের সময় জন্ম হয়নি এমনকি সে সময় যাদের বয়স ১০ বছর ছিল, তাদেরও আসামি করা হয়েছে।

দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে মিথ্যা মামলায় ভুক্তভোগীদের খালাস দেওয়ার দাবি জানান আসামিদের আইনজীবীরা।

মানববন্ধন শেষে আইন উপদেষ্টা বরাবর আসামিদের মুক্তির দাবিতে স্মারকলিপি পেশ করা হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পদত্যাগ করেন ট্রাইব্যুনালের সব প্রসিকিউটর।