সাবেক সিনিয়র সচিব শাহ কামাল গ্রেপ্তার
সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার রাতে রাজধানীর মহাখালী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।
আজ রাতে ডিএমপি কমিশনার মাইনুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাবর রোডের বাসায় ডিএমপির একটি অভিযানে ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছিল।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ডিএমপি সূত্র জানায়, শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে বিপুল পরিমাণের দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বাসাটি ত্রাণ ও দুর্গম ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক সচিব শাহ কামালের। ওই বাসা থেকে ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা এবং ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে তিন হাজার ইউএস ডলার, এক হাজার মালয়েশিয়ান রিঙ্গিত, দুই হাজার ৯৬৯ সৌদি রিয়াল, চার হাজার ১১২ সিঙ্গাপুরি ডলার, এক হাজার ৯১৫ অট্রেলিয়ান ডলার, ২৫ হাজার কোরিয়ান ইয়াং ও ১৯৯ চাইনিজ ইয়াং। এছাড়া ১০০ টাকার ৭৪৪টি প্রাইজ ব্রন্ড উদ্ধার করা হয়, যার মূল্য ৭৪ হাজার ৪০০ টাকা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?