নির্বাচন পর্যন্ত জনগণকে নিয়ে মাঠে থাকার আহ্বান

চট্টগ্রাম ব্যুরো
১৭ আগস্ট ২০২৪, ২৩:২৯
শেয়ার :
নির্বাচন পর্যন্ত জনগণকে নিয়ে মাঠে থাকার আহ্বান

দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে আগামী নির্বাচন পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনজুর আলম মঞ্জু। একই সঙ্গে তিনি ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

আজ শনিবার সন্ধ্যায় নগর বিএনপি উত্তর কাট্টলী শাখা আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক উদ্দিন চৌধুরী।

পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল আলম চৌধুরী, বিএনপি নেতা শামসুল আলম, সাধারণ সম্পাদক আলী আজম, আব্বাস রশিদ, আইয়ুব খান, মহসিন তালুকদার, মহিউদ্দিন কোম্পানি, কুতুব উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সেলিম, জাহেদ আলী, মোহাম্মদ শফি, মোজাহের আলম, কুতুব উদ্দিন চৌধুরী, আলাউদ্দিন, মোহাম্মদ রফিক, স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজ, মহিউদ্দিন চৌধুরী রিপন, শহিদুল ইসলাম, যুবদল নেতা আকবর, ফেরদৌস, হায়াত রশিদ, মোহামম্দ সোলেমান, ছাত্রনেতা আব্বাস, যুবদল নেতা মেজবা, স্বেচ্ছাসেবক দল নেতা তৌসিফ, যুবনেতা তৌহিদ, ছাত্রনেতা ফাহিম সায়েম প্রমুখ বক্তব্য রাখেন।