‘পৃথিবীতে ছেলে হত্যার সুষ্ঠু বিচার না হলে আল্লাহ বিচার করবেন’

রাজবাড়ী প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৪, ২২:০৬
শেয়ার :
‘পৃথিবীতে ছেলে হত্যার সুষ্ঠু বিচার না হলে আল্লাহ বিচার করবেন’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ঢাকা বাংলা কলেজের ছাত্র শহীদ সাগর আহম্মেদের কবর জিয়ারত করেছেন রাজবাড়ী জেলা বিএনপির নেতাকর্মীরা। তারা শহীদ সাগরের বাবা-মা ও পরিবারের সদস্যদের শান্তনা দেন। এ সময় বিএনপি নেতারা সাগরকে জাতীয় বীর আখ্যায়িত করে রাষ্ট্রীয় মর্যাদার দাবি করেন এবং সাগরের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

আজ শনিবার বিকেলে জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামে শহীদ সাগরের বাড়িতে যান রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এর আগে আজ সকালে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু শহীদ সাগরের বাড়িতে যান।

এ সময় শহীদ সাগরের বাবা মো. তোফাজ্জেল হোসেন বলেন, ‘পৃথিবীতে ছেলে হত্যার সুষ্ঠু বিচার না হলে আল্লাহ বিচার করবেন। তার কত স্বপ্ন ছিল, গুলিতে সব শেষ হয়ে গেছে। এখন মেয়ে ও স্ত্রীকে নিয়ে কী করব বুঝতে পারছি না। এখন শুধু ছেলের ছবি দেখে সময় কাটাই।’

তিনি জানান, ছেলে হত্যার ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

শহীদ সাগরের বাড়িতে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু । ছবি: আমাদের সময়

বিকেলে রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে শহীদ সাগরের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে দেখা করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবিব, সদস্য এ মজিদ বিশ্বাস, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, বিএনপি নেতা খোন্দকার মশিউল আযম চুন্নু, আব্দুল ওহাব মন্ডল, রইচ উদ্দিন আহম্মেদ ডিউক, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএ সবুর শাহিন, জেলা মহিলা দলের সহসভাপতি ও পৌর কাউন্সিলর ফারজানা ইয়াসমিন ডেইজি, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক ওমর ফারুকসহ নেতাকর্মীরা।

এর আগে সকালে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সিকদার পিন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী শহীদ সাগরের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে দেখা করেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর মীরপুর- ১০ নম্বর গোল চত্বর এলাকায় মাথায় গুলিবৃদ্ধ হয়ে নিহত হন সাগর। তিনি মীরপুর সরকারি বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাত্বক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।