আন্দোলনে গুলিবিদ্ধ রিয়াজ মারা গেছেন

অনলাইন ডেস্ক
১৭ আগস্ট ২০২৪, ২১:২২
শেয়ার :
আন্দোলনে গুলিবিদ্ধ রিয়াজ মারা গেছেন

কোটা সংষ্কার আন্দোলন চলাকালে মাথায় গুলিবিদ্ধ মো. রিয়াজ (২৩) নামের ছাত্র ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিঢ় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার বিকেল ৪টা ৫০ মিনিটে মারা যান তিনি।  

রিয়াজ বরিশাল হিজলা উপজেলার লক্ষীপুর গ্রামের গার্মেন্টসকর্মী মাহমুদুল হকের ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর রনি মার্কেট এলাকায় খালু শাহাদত হোসেনের বাসায় থাকতেন তিনি। চার ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। রিয়াজ বরিশাল মুলাদী ডিগ্রী কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র ছিলেন। পাশাপাশি ঢাকার নিউমার্কেটে পোশাকের দোকানের সেলসম্যান ছিলেন তিনি।

রিয়াজের বড় ভাই রেজাউল করিম বলেন, গত ৪ আগস্ট দুপুরে জিগাতলা এলাকায় মাথার বাম পাশে গুলিবিদ্ধ হয়ে আহত হন তার ছোট ভাই। পরে ওই দিন বিকেলে রিয়াজকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।