দীর্ঘদিন পর মানুষের বাক্-স্বাধীনতা ফিরেছে: সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অপশাসনের বদলা নৈরাজ্য হতে পারে না। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে অর্জিত বিজয়ের সুফল জনগণকে পেতে হবে। দীর্ঘদিন পরে হলেও মানুষের বাক্ স্বাধীনতা ফিরেছে, এটাই আমাদের জন্য অনেক কিছু।
আজ শনিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৩তম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় সাইফুল হক এ কথা বলেন।
নবাবগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিয়কালে সাইফুল হক বলেন, ছাত্র জনতার ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলন ও জীবন বির্সজনের মাধ্যমে আজ তরুণ প্রজম্ম নতুন স্বাধীনতা পেয়েছে। প্রয়াত খন্দকার আলী আব্বাস শোষণ নিপীড়ন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লড়াই করে গেছেন। তরুণ সমাজ আজ সে পথ দেখিয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আলী আব্বাসের স্মৃতিতে শ্রদ্ধা জানায়।
এ সময় কমরেড খন্দকার আলী আব্বাস স্মৃতি সংসদের সচিব আজহারুল হকের সঞ্চালনায় ও আহ্বায়ক সাম্যবাদী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারী নেত্রী বহ্নিশিখা জামালী, আনসার আলী দুলাল, আকবর খান, ওয়ার্কার্স পার্টির আব্দুল জলিল, গণসংহতি আন্দোলনের মিজানুর রহমান, সিপিবির আসলাম খান, গণঅধিকার পরিষদের নাসির উদ্দিন পল্লব প্রমুখ।