আজকে থেকে এ ভুল শুধরাতে চাই: টয়া
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে শোবিজের অনেকে তারকাই একাত্মতা প্রকাশ করেছেন। কেউ ছিলেন রাজপথে, কেউ আবার ফেসবুকে। ছাত্র-জনতার এই আন্দোলন অবশেষে রূপ নেয় গণঅভ্যুত্থানে। আর আন্দোলনকারীদের তোপের মুখে গেল ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
দেশের মানুষ এখন নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর। যেখানে থাকবে না কোনো বৈষম্য-বিরোধ। স্বাধীন দেশে মাথা উঁচু করে বাঁচবে সকল শ্রেণি-পেশার মানুষ। সেই স্বপ্ন দেখছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা টয়াও। মনের সেই কথাগুলো তিনি তুলে ধরেছেন ফেসবুকের পাতায়।
লিখেছেন, ‘বাক-স্বাধীনতার জন্য লড়াই হলো কিন্তু প্রয়োগ করা এখনও যাচ্ছে না।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আমি ভাই অনলাইনে শো অফ করে আন্দোলন করি নাই। রাস্তায় অনেক আগে থেকেই ছিলাম। আমি অত বড় কেউ না তাই অত বেশি কভারেজ পাই নাই। যেটা অন্যায় সেটাকে অন্যায় বলেছি এবং বলছি।’
তিনি আরও লিখেছেন, ‘একটা কথা ৫ তারিখের আগে বলেছি, এখনও বলছি- “সমালোচনা করলেই সে ঐ দলের লোক বা সেই দলের লোক, দালাল, চামচা এসব বলা বন্ধ করতে হবে।” ১৬ বছর বলি নাই, এটা আমাদের বড় ভুল। আজকে থেকে এ ভুল শুধরাতে চাই। গঠনমূলক আলোচনা ও সমালোচনা শিখতে এবং করতে চাই।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট