‘আজ গানের দিন’-এ দেখা যাবে মাস্টার শাকিলকে

বিনোদন ডেস্ক
১৭ আগস্ট ২০২৪, ১৬:৩৯
শেয়ার :
‘আজ গানের দিন’-এ দেখা যাবে মাস্টার শাকিলকে

‘আপায় কইছে আমারে বাল্যশিক্ষা কিন্যা দিবো…’ আশির দশকে যারা এ গানের সঙ্গে পরিচিত তারা ভুলে যাননি কিশোর অভিনেতা মাস্টার শাকিলকে (পুরো নাম আজাদ রহমান শাকিল)। ‘এতিম’ সিনেমার এই গানের কারণেই সিনেমাটি তখন ব্লকবাস্টার হিট হয়েছিল। অভিনেতা ও গায়কের একক মুন্সিয়ানায় ভিজেছিল দর্শকদের চোখ। ক্যারিয়ারে অর্জন করেছেন নতুন কুঁড়ি পুরস্কারসহ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সর্বশেষ নব্বই দশকের শেষ দিকে তাকে দেখা যায় খান আতাউর রহমানের ‘এখনো অনেক রাত’ সিনেমায়।

অবশ্য এরপর মাস্টার শাকিল অভিনয় ছেড়ে ব্যস্ত হয়ে ওঠেন গানে। প্রকাশ করেন বেশ ক’টি অ্যালবামও। দীর্ঘ বিরতির পর আড়াল ভেঙে ফের পর্দার সামনে আসছেন তিনি। আগামীকাল রবিবার এই অভিনেতা-গায়ককে দেখা যাবে এনিগমা টিভিতে। ‘আজ গানের দিন সিজন-৩’র দ্বিতীয় পর্বে গাইবেন তিনি। ইউসুফ আহমেদ খানের উপস্থাপনায় ‘আজ গানের দিন’ অনুষ্ঠানে গান গাওয়ার পাশাপাশি শিল্পীর একটি তথ্যচিত্রও তুলে ধরা হবে। অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি রবিবার রাত ৮টায় লাইভ দেখানো হয়।

এনিগমা টিভি’র ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ বলেন, ‘আমরা প্রত্যেক শিল্পীর নিজস্বতা তুলে ধরতে চাই। প্রথম ও দ্বিতীয় সিজনের দর্শক-শ্রোতাদের ভালো লাগার কারণেই তৃতীয় সিজনে একুট ভিন্নতা আনার চেষ্টা করেছি। এই সিজনে থাকছে ৩৬টি পর্ব। আগামী বছরের ১৩ এপ্রিল এই সিজনের শেষ পর্ব দেখানো হবে।’

এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড নির্মিত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে এনিগমা টিভি’র ফেসবুক পেজ www.facebook.com/enigmabd.t ও ইউটিউবে www.youtube.com/@enigmabd