বাংলাদেশ সফর করতে ইচ্ছুক সাংবাদিকদের দ্রুত ভিসা দেওয়া হবে
বাংলাদেশ সফর করতে ইচ্ছুক সাংবাদিকদের ভিসা দ্রুত অনুমোদন করতে বিদেশে অবস্থিত মিশনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
শফিকুল আলম জানান, সেকেন্ডারি সোর্স নয়, বরং মাঠ পর্যায় থেকে সংবাদ সংগ্রহে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন ড. ইউনূস।
গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেন ড. ইউনূস।
ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের টেলি আলাপের বিষয়ে শফিকুল আলম বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর প্রকাশ করা হয়েছে। কোনো মাধ্যম বা কখনো কখনো অতিরঞ্জিত খবর প্রকাশ করার চেয়ে তারা নিজেরাই পরিস্থিতি দেখে এবং সেই অনুযায়ী রিপোর্ট করা ভালো।
তিনি বলেন, ‘সাংবাদিকদের ভিসা দ্রুত করার জন্য নয়াদিল্লি এবং হংকংয়ে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের ডাকা হয়েছে। আমরা একটি মুক্ত সমাজ গড়তে চাই, যেখানে সংবাদপত্রের স্বাধীনতা প্রসঙ্গে আলোচনা করতে হবে না। তাই যে কেউ বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের কর্মক্ষমতা সম্পর্কে রিপোর্ট করতে চান তাকে স্বাগত জানাই আমরা।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সরকারের প্রতি শুভকামনা জানিয়েছেন এবং কাছের বন্ধু হিসেবে জনগণের উপকারের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করার আশা ব্যক্ত করেছেন।
ভারতীয় প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি যখন উত্থাপন করেছেন তখন প্রধান উপদেষ্টা বলেছেন, সংখ্যালঘুসহ বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রতিশ্রতিবদ্ধ।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?