ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনা নিহত
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৮ জন। গতকাল শুক্রবার মুদিয়াহ জেলায় একজন আত্মঘাতী হামলাকারী একটি বোমা বোঝাই গাড়ি নিরাপত্তা বাহিনীর একটি সামরিক চৌকিতে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটায় বলে জানান দক্ষিণের ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহাম্মদ আল-নাকিব।
মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামি সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দা নেটওয়ার্কের আরব উপদ্বীপ শাখা আল কায়দা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ব্যবহার করা গাড়িটিতে শক্তিশালী বোমা সংযুক্ত ছিল।
এই সন্ত্রাসী গোষ্ঠী সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ ইয়েমেনে এসটিসি-সংশ্লিষ্ট বাহিনীগুলোর ওপর হামলা চালিয়ে আসছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এপ্রিল মাসে, একিউএপি ঘোষণা করেছিল, তাদের নেতা খালিদ বাতারফি মারা গেছেন এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন সাদ আল-আউলাকি। ইয়েমেনের দীর্ঘমেয়াদী সংঘাতকে কাজে লাগিয়ে এ গোষ্ঠী তাদের প্রভাব বৃদ্ধির চেষ্টা করছে।
প্রসঙ্গত, আল কায়দা নেটওয়ার্কের আরব উপদ্বীপ শাখাটি গঠিত হয়েছিল ২০০৯ সালে। তবে এটি শক্তিশালী হওয়া শুরু করে ২০১৫ সালে ইয়েমেনে সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত শুরুর পর থেকে। বর্তমানে ইয়েমেনের দক্ষিণাঞ্চল একিউএপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস