থাইল্যান্ড বেছে নিল তরুণতম প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২৪, ০০:০০
শেয়ার :
থাইল্যান্ড বেছে নিল তরুণতম প্রধানমন্ত্রী

বাবা থাকসিনের সঙ্গে পেতংতার্ন সিনাওয়াত্রা ফাইল ফটো

থাইল্যান্ডের আইনপ্রণেতারা ধনকুবের ও সাবেক দেশপ্রধান থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্নকে তাদের দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। পেতংতার্নের বয়স ৩৭ বছর। পেতংতার্নের নিয়োগের মাধ্যমে থাইল্যান্ডের বিতর্কিত ও প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারের তৃতীয় সদস্য দেশের শাসনভার পেলেন। খবর বিবিসির।

পেতংতার্ন দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে তার ফুফুও দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত আগের প্রধানমন্ত্রী শ্রেত্থা থাভিসিনকে বরখাস্ত করার পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে বাধ্য হয় দেশটির পার্লামেন্ট। শ্রেত্থার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার মন্ত্রিসভায় এমন একজনকে স্থান দিয়েছিলেন, যিনি এর আগে ফৌজদারি অপরাধে ছয় মাস কারাদণ্ড ভোগ করেছেন। দীর্ঘসময় ধরে থাইল্যান্ডে সামরিক বাহিনী, রাজতন্ত্রের প্রতি অনুগত রাজনৈতিক দল ও থাকসিনের সমর্থক এবং সংস্কারবাদী দলগুলোর মধ্যে টানাপড়েন চলছে। বৃহস্পতিবার থাকসিনের দল ফেউ থাই পার্টি পেতংতার্নকে প্রার্থী হিসেবে বেছে নেয়। জোটের অন্য ১০ দলের কেউ কোনো প্রার্থী দেয়নি।