ছাত্র হত্যার বিচার দাবি করে ছাত্রলীগ নেতার পদত্যাগ

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৪, ২০:১৫
শেয়ার :
ছাত্র হত্যার বিচার দাবি করে ছাত্রলীগ নেতার পদত্যাগ

কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে ছাত্র হত্যার বিচার চেয়ে পিরোজপুরের ইন্দুরকানীতে শেখ আসাদুজ্জামান নামের এক ছাত্রলীগ নেতা পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই ছাত্রলীগ নেতা ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন।

আসাদুজ্জামান তার ফেইসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘২০২৩ সালে ২৩শে মার্চ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও পত্তাশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। কোটা আন্দোলনে কয়েকশ ছাত্র, শিশু ও সাধারণ মানুষ পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় আমি শোকাহত। তাই আমি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও পত্তাশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির পদসহ সকল পদ থেকে সম্পূর্ণভাবে স্বেচ্ছায়, সজ্ঞানে পদত্যাগ করিলাম।’

ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বলেন, ছাত্রলীগের দলীয় মতাদর্শের সাথে মিল না থাকায় পদত্যাগ করেছি।

তিনি আরও বলেন, ‘ছাত্রদের অধিকার আদায়ের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমার সম্পূর্ণ সমার্থন ছিল। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষ নিহত হওয়ার ঘটনায় সুস্থ তদন্ত করে বিচার দাবি করছি।’