হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান গ্রামের আবুল কাশেমের ছেলে আলী আকবর (৩০) ও একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে কাঞ্চন মিয়া (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকার হাওরে নৌকা দিয়ে মাছ ধরতে যান ১১ জেলে। রাত ৩টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় নৌকায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়। বাকিরা আহত হন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছিল। পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।