স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক
গাজীপুরের কালিয়াকৈরে আঁখি আক্তার (৩২) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী বাবুল হোসেন। আজ শুক্রবার ভোরে কুড়াল দিয়ে কুপিয়ে আঁখিকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত আঁখির স্বামী বাবুলকে আটক করেছে পুলিশ।
নিহত আঁখি আক্তার উপজেলার গোবিন্দপুর গ্রামের বাবুল হোসেনের স্ত্রী এবং একই গ্রামের আফাজ উদ্দিনের মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিার রাতে স্বামী-স্ত্রী দুজনেই খাবার শেষে ঘুমিয়ে পড়ে। পারিবারিক কলহের জের ধরে শুক্রবার ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পাষান্ড স্বামী বাবুল গৃহে রক্ষিত একটি কুড়াল দিয়ে স্ত্রী আখিঁর মাথায় আঘাত করলে তিনি ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে। এ অবস্থাতেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা নিশ্চিত করা হয়।
এ সময় ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে স্ত্রী স্ট্রোক করেছে বলে বাবুল কান্নাকাটি করতে থাকেন। একপর্যায়ে স্ত্রীর মরদেহ ফেলে রেখে কৌঁশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী বাবুলকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাবুলকে গ্রেপ্তার ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কালিযাকৈর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।