অ্যাম্বুলেন্স ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৪, ১৬:২২
শেয়ার :
অ্যাম্বুলেন্স ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর দিঘীরপাড় এলাকায় অ্যাম্বুলেন্স ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার চালক মো. শাহজালাল মিয়া (৩৭) নিহত হয়েছেন।  

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাজালাল মিয়া উপজেলার সিংগুলা মিয়া বাড়ি গ্রামের মৃত ওহিদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্স ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজির চালক সিংগুলা মিয়া বাড়ি গ্রামের মৃত ওহিদ মিয়ার ছেলে মো. শাহাজালাল মিয়া মারা যান। ওই সময় সিএনজিতে কোনো যাত্রী ছিল না। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তার আত্মীয়-স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে যান।