রংপুর কারাগারে বন্দিদের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১
রংপুর কেন্দ্রীয় কারাগার
রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা গুলি ছুড়ছেন বলে জানা গেছে। এখন পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক।
আজ শুক্রবার বেলা সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে বলে জানা গেছে।
এ বিষয়ে রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বের হাসান কারাগারে গোলাগুলি ও সংঘর্ষের বিষয়টি স্বীকার করে বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশের সহায়তা চাওয়া হচ্ছে। আমি নিজেও সেখানে যাচ্ছি।’