থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন ৩৭ বছরের নারী

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২৪, ১২:৫৯
শেয়ার :
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন ৩৭ বছরের নারী

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা। তিনি দেশটির ইতিহাসের সর্বকনিষ্ঠ এবং দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

পেতংতার্ন সদ্য বরখাস্ত প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের স্থলাভিষিক্ত হচ্ছেন। একজন অপরাধী ও বিতর্কিত ব্যক্তিকে মন্ত্রী নিয়োগের কারণে দেশটির শীর্ষ আদালত শ্রেথাকে দোষী সাব্যস্ত করে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করেছে।

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও বিলিয়নিয়ার ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার কনিষ্ঠ সন্তান পেতংতার্ন। ৩৭ বছর বয়সী পেতংতার্ন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলে তিনি বাবা থাকসিন ও ফুফু ইংলাক সিনাওয়াত্রার পর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে দেশের শীর্ষ পদে অধিষ্ঠিত হবেন।

থাই পার্লামেন্টে ক্ষমতাসীন জোটের বর্তমানে ৩১৪টি আসন রয়েছে এবং প্রধানমন্ত্রী হওয়ার জন্য ৪৯৩ আসনের পার্লামেন্টে ২৪৭ জন সংসদ সদস্যের অনুমোদন প্রয়োজন। আজ শুক্রবার ভোটাভুটি হতে যাচ্ছে থাই পার্লামেন্টে।