গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ করার ডাক বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২৪, ০৮:৪০
শেয়ার :
গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ করার ডাক বিজেপির

আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেওয়ার ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে একটানা আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছে দলটি।

বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‌দফা এক, দাবি এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। আমি সব রাজনৈতিক দলগুলোকে বলব শুক্রবার পুরো পশ্চিমবঙ্গকে স্তব্ধ করুন। সবাই মিলে করুন।’

অবিলম্বে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকেও এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী এবং পুলিশকে নিশানা করে শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আরজি করের সামনে প্রতিবাদীদের সঙ্গে মিশে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পুলিশের তরফে ‘সেফ প্যাসেজ’ করে দেওয়ার সুবাদে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভেতরে ঢুকে তারা আন্দোলনকারীদের অবস্থান মঞ্চ এবং হাসপাতালের ভেতরেও যথেচ্ছ ভাঙচুর চালায়।’


প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গের ১৩৮ বছরের পুরোনো আরজি কর মেডিকেল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যা ঘিরে ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশ থেকে নিপীড়নমূলক ব্যবস্থার বিলোপের লক্ষ্যে গত বুধবার ভারতের স্বাধীনতা দিবসের রাতে রাস্তায় নেমে বিক্ষোভ পালনের ঘোষণা দেন দেশটির নাগরিকরা। ‌‘মেয়েরা রাত দখল করো’ নামের এই বিক্ষোভ কর্মসূচি ভারতজুড়ে পালন করার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। ইতোমধ্যে ভারতের বিভিন্ন প্রদেশে এই আন্দোলনের সমর্থনে বিক্ষোভ-সমাবেশ শুরু হয়েছে।