ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৪, ২২:৫৯
শেয়ার :
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগ উঠেছে বৈরচুনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান টেলিনা সরকার হিমুর বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টির প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে লিখিত অভিযোগ করা হয়।

১২ জন ভুক্তভোগীর স্বাক্ষরিত অভিযোগপত্র সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নে সম্প্রতি ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সরকারিভাবে দুই টন চাল বরাদ্দ করা হয়। ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান টেলিনা সরকার হিমু বরাদ্দের চাল উত্তোলন করেন। কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে চাল না দিয়ে নিজেই আত্মসাত করেছেন।

চাল আত্মসাতের বিচার চেয়ে অভিযোগকারী বেলাল হোসেন বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ বরাদ্দের খবর জানতে পেরে চেয়ারম্যানকে চালের কথা বলি। এতে তিনি রেগে গিয়ে চাল পাননি বলে জানান। পরে স্থানীয় পিআইও অফিসে খোঁজ নিয়ে জানতে পারি, চেয়ারম্যান দুই টন চাল উত্তোলন করেছেন। কিন্তু কাউকে দেননি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৩০ জুন বৈরচুনা ইউনিয়নে দুই টন চাল বরাদ্দ দেওয়া হয়। বিতরণ করা হয়েছে কি না, তিনি জানেন না।

পীরগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, বৈরচুনা ইউপি চেয়ারম্যান গুদাম থেকে দুই টন চাল উত্তোলন করে নিয়ে গেছেন।

বৈরচুনা ইউপি চেয়ারম্যান টেলিনু সরকার হিমু চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, দেশের চলমান বৈরী অবস্থার কারণে বরাদ্দের চাল বিতরণ করা সম্ভব হয়নি। চাল আছে। তালিকা করা হচ্ছে। দু-এক দিনের মধ্যেই বিতরণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম বলেন, আমি মিটিংয়ে আছি। অভিযোগটি সম্ভবত ডাক ফাইলে থাকতে পারে। এখনো হাতে পাইনি। বিষয়টি দেখব।