মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৪, ২০:১২
শেয়ার :
মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সিলেটের বিশ্বনাথে মনিরুজ্জামান লিলু (৪৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার  রাত ৯টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পূর্বপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। মসজিদে এশার নামাজ পড়ে তিনি বাড়ি ফিরছিলেন।

নিহত লিলু গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে ও স্থানীয় বৈরাগী বাজারের ফার্ণিচার ব্যবসায়ী।

মনিরুজ্জামান লিলুর ভাতিজা বাবুল মিয়া জানান, বুধবার গ্রামের জামে মসজিদে এশার নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন লিলু। এ সময় বাড়ির রাস্তায় পৌঁছার সাথে সাথে সিএনজিচালিত অটোরিকশায় এসে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিলুকে মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, ‘খবর পেয়ে সেনাবাহিনীকে সাথে নিয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’